ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

উত্তাপ বাড়ছে নোয়াখালী-৫ আসনে ,ওবায়দুল কাদের খুবই শক্ত অবস্থানে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮  

নির্বাচনী মাঠে নোয়াখালী-৫ ভিআইপি আসন হিসেবে পরিচিত। এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ।এ দুই প্রার্থীর কারণেই ৫ আসনের দিকে সবার দৃষ্টি থাকে। দিন বাড়ার সঙ্গে উত্তাপও বাড়ছে এ আসনের রাজনীতির মাঠে।

আসনটি দুটি উপজেলা ও দুটি পৌরসভা কোম্পানীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, আটটি ইউপি ও কবিরহাট উপজেলার একটি পৌরসভা, সাতটি ইউপি এবং সদর উপজেলার দুটি ইউপি নিয়ে গঠিত। এ আসনে ভোটার তিন লাখ ৩১হাজার ৬৯জন। এরমধ্যে পুরুষ একলাখ ৬৭হাজার ৭৩৮এবং নারী এক লাখ ৬৩হাজার ৩৩১জন।

এ আসনে ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আবু নাছের চৌধুরী নির্বাচিত হন। ওবায়দুল কাদের ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম এমপি নির্বাচিত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে পরাজিত করে দ্বিতীয়বার তিনি এমপি নির্বাচিত হন। ২০১৪ সালে ওবায়দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের এমপি নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদের খুবই শক্ত অবস্থানে রয়েছেন।

অন্যদিকে, এ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি ১৯৭৯ সালে এ আসনে প্রথম এমপি নির্বাচিত হন। পরবর্তীতে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর তিনি ১৯৮৬ সালেরনির্বাচনে আবার এমপি নির্বাচিত হন এবং সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। একবছর পর তাকে উপ-প্রধানমন্ত্রী করা হয়।

১৯৮৮ সালে তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৮৯ সালে তাকে শিল্পমন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় এবং এরশাদ তাকে উপ-রাষ্ট্রপতি করেন। জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ১৯৯১ সালে মওদুদ আবার এমপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন।

২০০১ সালেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে নোয়াখালী-৫ আসনে এমপি নির্বাচিত হন। তিনি তখনকার সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এখানে তারও ব্যক্তিইমেজ ও দলীয় শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী ব্যরিস্টার মওদুদ আহমদ এ আসনে ব্যাপকভাবে পরিচিত।