ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সেতু যেন মরণ ফাঁদ!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

সেতু নয়, যেন মরণ ফাঁদ। নোয়াখালীর সদরের অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নের সংযোগ সড়কের একমাত্র সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটি ধসে পড়ে যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।

১০ বছর আগে নোয়াখালী এলজিইডি নোয়াখালী খালের উপর এই সেতুটি নির্মাণ করে। নির্মানের কয়েক বছরের মাথায় সেতুটির মাঝখানে পলেষ্টার ভেঙে যায়। কয়েক বছরে এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

বর্তমানে সেতু দিয়ে ভারী কোন যানবাহন যাতায়ত করতে পারেনা। এখানে রয়েছে নেয়াজপুর ইউনিয়ন ভূমি অফিস, একটি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, প্রথমিক বিদ্যালয়। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ জনগণ চলাচল করে।

সেতুটির সম্মুখ ভাগ জেলা শহর মাইজদীর প্রধান সড়কের সাথে সংযুক্ত। এই ব্রিজি দিয়ে চলাচলকারীরা প্রায়ই দূর্ঘটনার শিকার হয়। রাতের অন্ধকারে অনেক পথচারী খালে পড়ে গিয়েছেন। স্থানীয়রা দূর্ঘটনা রোধে কাঠ দিয়ে রেখেছেন ব্রিজের ভাঙা জায়গায়। ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা।

দক্ষিণ অশ্বদিয়া গ্রামের বাসিন্ধা আবুল হোসেন জানান, এই সেতুটি দিয়ে আসা যাওয়া করতে আমদের অনেক কষ্ট হয়। কোন গাড়ি চলে না। অনেক সময় মারাত্মক আহত রোগি নিয়ে আমরা বিপাকে পড়ি। আমাদের ছেলে-মেয়রা স্কুল, কলেজে আসতে যেতে অসুবিধা হয়। দ্রুত সেতুটি মেরামত করে জনগনের যাতায়াতের পথ সুগম করার দাবি জানাই।

অশ্বদিয়া ইউপি চেয়ারম্যান গোলাম মহি উদ্দিন বাবু ও নেয়াজপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ জানান, এই সেতুটি অত্যান্ত গুরুত্বপূর্ন। এটি মেরামত বা ভেঙ্গে পূনরায় নির্মাণ করা জরুরী। বিষয়টি সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে জানিয়েছি।

এলজিইডি নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার জানান, সেতুটি ভেঙ্গে পূনরায় নির্মাণ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বরাদ্ধের জন্য মন্ত্রোনালয়ে পত্র প্রেরণ করেছি। বরাদ্ধ আসলে দ্রুত কাজ শুরু হবে।