ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা থেকে সেরে উঠেছেন জো বাইডেন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) রাতে ও বুধবার সকালে তার এন্টিজেন টেস্ট করা হয়েছে। কিন্তু দুবারই ফল নেগেটিভ এসেছে।

সিএনবিসির খবর বলছে, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়েছিলেন জো বাইডেন। এরপর হোয়াইট হাউসে তাকে কঠোর আইসোলেশনে থাকতে হয়েছে।

বুধবার হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে দেয়া ভাষণে জো বাইডেন বলেন, তিনি এখন সশরীরে কাজে অংশ নেবেন। তিনি বলেন, ‘আমার করোনার উপসর্গ ছিল মৃদু এবং দ্রুতই সুস্থ হয়ে উঠেছি। এখন খুবই ভালো বোধ করছি।’

সিএনএনের খবর বলছে, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১০দিন যুতসই মাস্ক পরবেন প্রেসিডেন্ট জো বাইডেন। সংক্রমণের পুনরুত্থানের শঙ্কা থাকায় তার করোনার পরীক্ষা আরও বাড়ানো হবে।

করোনার পরিপূর্ণ টিকা নেয়া জো বাইডেন দুবার বুস্টার ডোজও গ্রহণ করেছেন। গত ২১ জুলাই তার প্রথম করোনাভাইরাস পজিটিভ এসেছে। হোয়াইট হাউসে আইসোলেশনে থাকলেও ভার্চ্যুয়ালি বিভিন্ন বৈঠক ও ব্রিফিংয়ে তিনি অংশ নিয়েছেন।

জো বাইডেন বলেন, অতি সংক্রামক বিএ.৫ ধরনে লোকজনের ক্রমাগত অসুস্থ হওয়ার শঙ্কা আছে। কিন্তু মারাত্মক অসুস্থতার বিরুদ্ধে বর্তমানে অনেক বেশি সুরক্ষা রয়েছে। এ সময়ে তিনি সবাইকে মাস্ক পরতে উৎসাহিত করেছেন।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, কোভিড-১৯ রোগ আমাদের আক্রান্ত করছে। কিন্তু করোনার বিরুদ্ধে আমাদের লড়াই ব্যাপক পার্থক্য তৈরি করেছে। সংক্রমণ বাড়লেও তিনি প্রেসিডেন্ট হওয়ার পর মৃত্যু ৯০ শতাংশ কমে গেছে।

জো বাইডেন জানান, যখন আমার পূর্বসূরি করোনায় আক্রান্ত হন, তিনি হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে চলে যান। তিনি মারাত্মক অসুস্থ ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু আমি করোনায় আক্রান্ত হওয়ার পরেও হোয়াইট হাউসে বসে কাজ করেছি। নিজের সুরক্ষায় এসব হাতিয়ার ব্যবহারে প্রেসিডেন্ট হওয়ার দরকার নেই।