ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভোটের আগে নতুন ওয়াজ মাহফিল নয় : ইসি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে ওয়াজ মাহফিল আয়োজনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও বিধি-নিষেধ রাখার কথা বলেছে ইসি। বিশেষ প্রয়োজনে রিটার্নিং কর্মকর্তার লিখিত অনুমতি সাপেক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকতে বলা হয়েছে।

এসব নির্দেশনা দিয়ে মঙ্গলবার সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে বলে ইসি সূত্র জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই সময় পর্যন্ত ওয়াজ মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি না দেয়ার জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে। ইতোমধ্যে যেসব ধর্মীয় সভা বা ওয়াজ তারিখ নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে আয়োজনের একান্তই প্রয়োজন হলে রিটার্নিং কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে আয়োজন করতে হবে।

এসব অনুষ্ঠানে কোনো প্রার্থী, রাজনৈতিক দলের সদস্য বা অন্য কেউ নির্বাচনি প্রচার বা কারো পক্ষে বক্তব্য রাখতে পারবে না। চিঠিতে আরো বলা হয়েছে, এসব ধর্মীয় অনুষ্ঠান বা ওয়াজ-মাহফিলে রিটানিং কর্মকর্তা নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে হবে।

শীত মওসুমে দেশের বিভিন্ন স্থানে ধর্ম সংক্রান্ত আলোচনার অনুষ্ঠান ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়। নির্বাচন সামনে রেখে কমিশনের কাছে এসব অনুষ্ঠানের বিষয়ে করণীয় জানতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সভায় এ প্রসঙ্গে জানতে চাওয়ার সপ্তাহ খানেকের মাথায় আদেশ গেল।