ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

তিন আর্থিক প্রতিষ্ঠানে ভয়াবহ বিপর্যয়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

তীব্র অর্থ সংকটে পড়েছে বেসরকারি খাতের ব্যাংকবহির্ভূত তিনটি আর্থিক প্রতিষ্ঠান। ধীরে ধীরে তাদের অবস্থা নাজুক হয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (বিআইএফসি) ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না।

ব্যক্তি ও প্রতিষ্ঠান দুই ধরনের আমানতকারীরাই আমানত রেখে বিপাকে পড়েছেন। অপরদিকে বেসরকারি খাতের ফার্স্ট ফাইন্যান্সের অবস্থাও নাজুক। তারাও খেলাপি ঋণের ভারে হাবুডুবু খাচ্ছে। তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দামই অভিহিত মূল্যের অর্ধেকে নেমে এসেছে। আয়ের পরিবর্তে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতে শেয়ারহোল্ডার ও গ্রাহক দুই পক্ষই বিপাকে পড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, এর বাইরে ফারইস্ট ফাইন্যান্স, অনিয়মের কারণে প্রাইম ফাইন্যান্স খেলাপি ঋণের চাপে জবুথবু অবস্থায়। পরিচালকদের দ্বন্দ্বের কারণে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে এসব প্রতিষ্ঠানে।

এর মধ্যে প্রাইম ফাইন্যান্স থেকে প্রায় ৫৫০ কোটি টাকা, বিআইএফসি থেকে ৫১২ কোটি টাকা, পিপলস লিজিং থেকে ৫৫০ কোটি টাকা ও ফার্স্ট ফাইন্যান্স থেকে ৩৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

এই চারটি প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৯৬২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রাহকের আমানত ফেরত দেয়া প্রতিষ্ঠানের পবিত্র দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান অর্থ ফেরত দিতে না পারলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই ব্যবস্থা নেবে। বিষয়গুলো বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষণ করছে।

সূত্র জানায়, বিআইএফসির আর্থিক অবস্থা খুবই নাজুক। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠান থেকে পরিচালকরা নামে-বেনামে ৫১২ কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না। কলমানি এবং ব্যাংক থেকে যেসব স্থায়ী আমানত নিয়েছে সেগুলোও পরিশোধ করতে পারছে না।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটির আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিআইএফসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান। অনিয়মের দায়ে তাকে বাংলাদেশ ব্যাংক পরিচালক পদ থেকে অপসারণ করেছে।

প্রতিষ্ঠানটির ৮৩৭ কোটি টাকা ঋণের মধ্যে আবদুল মান্নান ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে পাওনা প্রায় ৬২১ কোটি টাকা। এর পুরোটাই খেলাপি। তবে সুদসহ হিসাব করলে, আবদুল মান্নানের কাছেই আটকা প্রায় ১ হাজার ২৫০ কোটি টাকা। তাদের ১০ টাকা দামের শেয়ার নেমে এসেছে ৫ টাকায়। রিজার্ভ তহবিলে ঘাটতি রয়েছে ৭৭০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি বর্তমানে লোকসান গুনছে।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আমানতকারীদের টাকা পরিশোধ করতে পারছে না। তাদের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় লেগেই আছে। এমনকি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়েও গ্রাহকরা ভিড় করছেন।

এসব জায়গায় ধরনা দিয়েও টাকা পাচ্ছে না গ্রাহকরা। এমনকি কয়েক মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতনও ঠিকমতো দিতে পারছে না প্রতিষ্ঠানটি। বুধবার তাদের কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। মূলত মালিক পক্ষ জালিয়াতি করে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করায় প্রতিষ্ঠানটি ধুঁকে ধুঁকে চলছে।

টাকা রেখে ফেরত না পাওয়ার তালিকায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক সচিব, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ সুপরিচিত অনেক ব্যক্তিও রয়েছেন। এদের অনেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এরপরও থেমে নেই পিপলস্? লিজিংয়ের আমানত সংগ্রহ।

উচ্চসুদে আমানত সংগ্রহে নানা উপায়ে টোপ দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ব্যাংকগুলো যেখানে ৬ থেকে ৭ শতাংশ সুদে মেয়াদি আমানত নিচ্ছে, সেখানে পিপলস লিজিং ১২ শতাংশ সুদে আমানতের জন্য বিভিন্ন ব্যক্তির মোবাইলে এসএমএস দিচ্ছে। এ ছাড়া ৫ বছরে দ্বিগুণসহ আকর্ষণীয় নানা স্কিম নিয়ে হাজির হচ্ছে আমানতকারীদের কাছে।

এসব বিষয়ে পিপলস লিজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সামি হুদার বক্তব্য নিতে মুঠোফোনে ও সরাসরি গিয়েও পাওয়া যায়নি। আর্থিক দুরবস্থায় পড়ে প্রতিষ্ঠানটির ১০ টাকা মূল্যের শেয়ারের দাম নেমে এসেছে ৫ টাকায়। রিজার্ভ তহবিলেও কোনো টাকা নেই। উল্টো ৭৬ কোটি টাকা নেতিবাচক অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠানটি এখন লোকসানে রয়েছে।

এছাড়া অনিয়মের মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স থেকেও ৩৫০ কোটি টাকা তুলে নেন প্রতিষ্ঠানটির পরিচালকদের কয়েকজন। এসব টাকা ফেরত আসছে না। তাদের রিজার্ভ তহবিলে ৩৫ কোটি টাকা থাকলেও নগদ অর্থের সংকট প্রকট। তাদের ১০ টাকা দামের শেয়ার নেমে এসেছে সাড়ে ৬ টাকায়। এছাড়া প্রতিষ্ঠানটি লোকসানের খাতায় নাম লিখিয়েছে।

এর বাইরে ফারইস্ট ফাইন্যান্সের ১ হাজার ২১৭ কোটির মধ্যে ২২৩ কোটি টাকার বেশি ঋণখেলাপি হয়ে পড়েছে। প্রাইম ফাইন্যান্সের ১ হাজার ১৬৯ কোটি টাকা ঋণের মধ্যে ৪১১ কোটি টাকা খেলাপি হয়ে গেছে।