ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৭৬২ জন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২  

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭ শ ৬২ জন শিক্ষার্থী। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৫ জন। গতকাল ৬ নভেম্বর সকাল ১১টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা বোর্ডে  অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক শুণ্য চার শতাংশ। বহিষ্কৃত ৫ জনই লক্ষীপুর জেলায়। শিক্ষা বোর্ডের অধীনে ৬টি জেলার ১৯২ টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৮৬ হাজার ১ শ ৯০ জন। যার মধ্যে ৮৪ হাজার ৪শ ২৮ জন পরীক্ষা দিতে কেন্দ্রে আসেন। কুমিল্লা জেলায় অনুপস্থিতির সংখ্যা ৬ শ ৫৫ জন, চাঁদপুর জেলায় ১ শ ৮২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪ শ ৯৩ জন, ফেণী জেলায় ১ শ ৮১ জন এবং লক্ষীপুর জেলায় ৩২ জন।
এদিকে পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের। এসময় তিনি বলেন, নকলমুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে বোর্ড কর্তৃপক্ষ ও প্রশাসন সতর্ক রয়েছে। আমরা সর্বোচ্চগুরুত্ব দিয়ে নকল নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
বোর্ড সূত্রে জানা গেছে, এবছর ৪১৯টি প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৬ শ ৪১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৫ শ ৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫ শ ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১ শ ৭২ জন, ফেণী জেলায় ৮ হাজার ৬ ৭২ জন, নোয়াখালী ১৪ হাজার ৭ শ ১১ জন, চাঁদপুর জেলায় ১৪ হাজার ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ হাজার ৮ শ ৮২ জন, লক্ষীপুর জেলায় ৭ হাজার ৪ শ ৭৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কুমিল্লা জেলায়।