ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

টিভিতে নয়, ইউটিউবে মুক্তি পেয়েছে যেসব ওয়েব সিরিজ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

দিন যত বদলাচ্ছে, প্রযুক্তিও মানুষকে তত কাছে নিয়ে আসছে। এরই মধ্যে দূরের অনেক কিছু হাতের নাগালে চলে এসেছে। যেমন বিনোদনের বিভিন্ন মাধ্যমগুলোও। পূর্বে মানুষ বিনোদনের জন্য রেডিও এবং টেলিভিশনের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু এখন প্রযুক্তির বলে সেটি অনেকটাই ইন্টারনেটের ওপর ঝুঁকে পড়েছে তারা। এর ফলে দিন দিন বেড়েই চলছে ইউটিউবের জন্য সিরিজ নির্মাণ। তাছাড়া সেখানে গান, নাটক, সিনেমা প্রকাশিত হচ্ছে দর্শকদের পছন্দ মতো। এছাড়াও সেখানে রয়েছে বড় বাজেটের সব সিরিয়ালগুলোও। তবে আজ আমাদের আলোচনা নাটক সিনেমা বা গান নিয়ে নয়, আজ আমাদের আলোচনা সিরিয়াল নিয়ে যা মুক্তি পেয়েছে শুধু মাত্র ইউটিউবে।

আজকে ডেইলি বাংলাদেশের পাঠকদের ইন্টারনেটে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষায় এমন কয়েকটি সিরিয়াল সম্পর্কে জানাবো যা কিনা তারা পেয়ে যাবেন এক নিমিশেই তাদের হাতের মুঠোয় ইন্টারনেটের সুবাধে।

গার্ল ইন দ্য সিটি

এই গল্পটি একজন ফ্যাশন ডিজাইনার মিরার। অসাধারণ এক ফ্যাশন সেন্স কাজ করে তার ভেতরে। তাই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে মুম্বাইয়ে আসা মিরার।

সেখানে এসে তার সঙ্গে পরিচয় হয় কার্ত্তিক ও সামিরার। এরপর থেকে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠে। কিন্তু মনে মনে থাকে পেশাগত দ্বন্দ্ব, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। ‘গার্ল ইন দ্য সিটি’-তে এমনই সব গল্প ও তার সে সঙ্গে থাকা সে সব মানুষের জীবনী দেখানো হয়েছে।

বেকড

এই গল্পটি তিন বন্ধুকে ঘিরে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই তিন বন্ধু মধ্যরাতে খাবার সরবারহের ব্যবসা খুলে বসেন। কিন্তু ব্যবসাটি সফল করার জন্য অনেক বাঁধার সম্মুখীন হন তারা।

তবে হাজারো বাঁধা অতিক্রম করে তিন বন্ধু সমান ভাবে চেষ্টা চালিয়ে যায় ব্যবসাটির সফলের জন্য। কিন্তু দেখার পালা তারা কি সত্যি শেষ পর্যন্ত সফল হতে পারে? এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘বেকড’ ওয়েব সিরিজটি।

দ্য ট্রিপ

এই গল্পটি মূলত চার বান্ধবীর। তারা ভ্রমণ করতে একবার থাইল্যান্ড যান। ঠিক তখনই নতুন জায়গায় গিয়ে যে সকল ঘাত প্রতিঘাত পার করতে হয়েছে তাদের সেই সব কাহিনী নিয়েই মূলত নির্মাণ করা হয়েছে এই ওয়েব সিরিজ ‘দ্য ট্রিপ’।

সেক্রেড গেমস

ভারতের সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজের মধ্যে এটি একটি। এখানে দেখানো হয় মুম্বাইয়ের ডন গণেশ গাইতন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকী) আত্মহত্যা করার আগে পুলিশ অফিসার শতরাজ সিং-কে (সাইফ আলী খান) তার জীবনী সম্পর্কে কিছু কথা বলে যান। এরপর থেকে এই নিয়ে চলতে থাকে পুলিশের বিভিন্ন তদন্ত।এটি নিয়েই পুরো কাহিনীতাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। পিচার্স

এই সিরিয়ালের গল্পে দেখানো হয়েছে লক্ষ্যহীন চার বন্ধুর। যারা কিনা কোন লক্ষ স্থির না করেই ব্যবসা খুলে বসেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায় নানান সমস্যা দেখা দিতে থাকে। শেষমেশ পুঁজি হারিয়ে বাধ্য হয়ে ব্যবসা গুটাতে হয় তাদেরকে।

এরই পরে তারা প্রত্যেকে খুঁজে পান তাদের জীবনের আসল লক্ষ্য। মূলত এভাবেই এগিয়ে যায় ‘পিচার্স’ সিরিজের কাহিনী।

লিটিল থিংস

‘লিটিল থিংস’-এর কাহিনী এক দম্পতিকে ঘিরে। যেটিতে রয়েছে বেশ কমেডি ও রোম্যান্টিক ধাঁচের চরিত্র। এখানে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যায় পালকার এবং ধ্রুব সেহগালকে। তারা বিয়ে না করেই একই ছাদের নিচে থাকেন।

সেখানে তাদের মধ্যের দুষ্টু মিষ্টি ভালোবাসা ও ঝগড়া সম্পর্কের ছোট খাটো সব বিষয় এবং তা সমাধান করার সব উপায় নিয়েই এগিয়ে গেছে সিরিজটি।

হোয়াট দ্য ফোকস

এই সিরিজটি মূলত একটি আধুনিক পরিবারকে ঘিরে। যারা কিনা সমাজের নিয়মগুলি থেকে বের হয়ে নিজেদের একগুঁয়েমি জীবন যাপনে মত্ত ছিলেন। তাদের নতুনভাবে জীবন গড়ার সব কাহিনী নিয়েই মূলত এই সিরিজের গল্পটি আবর্তিত হয়েছে।

এখানে আরো দেখানো হয়েছে কীভাবে প্রজন্মের সঙ্গে প্রজন্মের দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তা মানিয়ে চলতে হয়। এছাড়াও তাদের পরিবারের নানা রকম হাস্যরসাত্তক ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘হোয়াট দ্য ফোকস’ সিরিজটি।