ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৫ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

কৃষকদের আত্মহত্যা রুখতে পাশে অমিতাভ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

‘অন্ধ্রপ্রদেশ আর বিদর্ভের ৩৫০ জন কৃষক তাঁদের ঋণ পরিশোধ করতে পারছিলেন না। আমি জানতে পারি, তাঁদের কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমন কঠিন সময়ে আমি তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

এই কৃষকদের যাতে আত্মহত্যা করতে না হয়, তাই তাঁদের সেই ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করে দিয়েছি। এবার উত্তর প্রদেশের ৮৫০ জন কৃষকের তালিকা তৈরি হয়েছে। তাঁদেরও সহায়তা করা হবে।’ গত অক্টোবর মাসে নিজের ব্লগে লিখেছিলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চনএবার জানা গেছে, ৮৫০ জন নয়, উত্তর প্রদেশের ১৩৯৮ জন কৃষকের ঋণ পরিশোধ করেছেন বলিউডের এই বরেণ্য অভিনেতা। কৃষি কাজের জন্য ব্যাংক থেকে তাঁরা এই ঋণ নিয়েছিলেন। নানা কারণে কিংবা প্রাকৃতিক কারণে ফলন নষ্ট হওয়ায় ঋণ পরিশোধ করতে তাঁরা ব্যর্থ হন।

তাঁদের মধ্য থেকেও অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। অমিতাভ বচ্চন ১৩৯৮ জন কৃষকের ঋণ বাবদ চার কোটি রুপির বেশি পরিশোধ করেছেন। গত সোমবার রাতে খবরটি ব্লগে জানিয়ে তিনি লিখেছেন, ‘এই কৃষকেরা এতটা বছর ঋণের বোঝা নিয়ে চলছেন।

তাঁদের সেই বোঝা সরিয়ে দিতে পেরে ভালো লাগছে। এর জন্য আমার মনে যে শান্তি পাচ্ছি, তা বোঝানো সম্ভব না। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ।’

অমিতাভ বচ্চন আরও জানিয়েছেন, ১৩৯৮ জন কৃষকের মধ্য থেকে তিনি নিজে ৭০ জনকে বাছাই করেছেন। এই কৃষকেরা মুম্বাই এসে তাঁর হাত থেকে নিজেদের ঋণ পরিশোধ হওয়ার ব্যাংকের চিঠি সংগ্রহ করবেন।

উত্তর প্রদেশের ব্যাপারে যথেষ্ট সহানুভূতি কাজ করে অমিতাভ বচ্চনের মনে। কারণ উত্তর প্রদেশের এলাহাবাদের প্রতাপগড় জেলার রাণিগঞ্জের বাবুপট্টিতে তাঁর জন্ম হয়েছিল।

এদিকে দেশের জন্য প্রাণ দিয়েছেন, এমন ৪৪ জন সেনা সদস্যের পরিবারকে সহযোগিতা করেছেন অমিতাভ বচ্চন।

এরপর তিনি লিখেছেন, ‘৪৪টি পরিবারকে মহারাষ্ট্র থেকে সামান্য কিছু পাঠিয়েছি। দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেন, সেই শহীদদের জন্য কিছু করতে পারলে মনে দারুণ শান্তি পাই।’

অমিতাভ বচ্চনএর আগে অজিত সিংকে তিনি সহযোগিতা করেছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। অমিতাভ বচ্চন লিখেছেন, ‘জোর করে যৌনবৃত্তির সঙ্গে যুক্ত করার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন অজিত সিং।

কিশোরীদের অপহরণের পর তাঁদের নানা অপরাধমূলক কাজে লাগানো হচ্ছে। এই কিশোরীদের উদ্ধার করে তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছেন তিনি। এবার তাঁকে আর্থিক সহযোগিতা করেছি।’ পাশাপাশি সম্প্রতি কেরালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫১ লাখ রুপি দান করেন অমিতাভ বচ্চন।