ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরবে হামলার হুমকি, স্পর্শকাতর স্থানের ভিডিও প্রকাশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪  

সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি সৌদির স্পর্শকাতর বেশ কয়েকটি স্থানের ড্রোন ফুটেজও প্রকাশ করেছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি।

মিডল ইস্ট মনিটরের খবর অনুযায়ী, গত সোমবার একটি ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ওই ভিডিওয়ের শিরোনাম ‘জাস্ট ট্রাই ইট’।

মূলত, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদল হুতিদের দমাতে কয়েক মাস ধরে বিমান হামলা করে আসছে পশ্চিমারা। এতদিন ধরে চেষ্টা করলেও ইরানপন্থী এই গোষ্ঠীটিকে থামাতে পারেনি তারা। তবে এবার তারা হুতিদের বিরুদ্ধে সৌদি আরবকে নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইয়েমেনি গোষ্ঠীটি।

হুতিদের গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশ করা ওই ভিডিওতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস তনুরা, জিজান ও জেদ্দা বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ড্রোন ফুটেজ দেখানো হয়েছে।

এই ভিডিওয়ের ব্যাকগ্রাউন্ডে বক্তব্য দেন হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি। তিনি বলেন, আমেরিকানরা আমাদের বার্তা পাঠিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দেবে এবং সেই উদ্দেশ্যে সৌদি আরবে মার্কিনিরা সফর করেছেন।

সৌদি আরবকে উদ্দেশ্য করে সরাসরি বার্তায় আব্দুল মালিক বলেন, আমেরিকা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তুমিও যদি এটা চাও তাহলে চেষ্টা করেই দেখো। আর তুমি যদি নিজের ভালো চাও, তোমার দেশের ও অর্থনীতির স্থিতিশীলতা চাও, তাহলে আমাদের দেশের বিরুদ্ধে তোমাদের ষড়যন্ত্র বন্ধ করো।

তিনি আরো বলেন, মার্কিনিরা তোমাদের ফাঁদে ফেলতে পারলে সেটা তোমাদের ভয়ংকর বোকামি এবং বড় ব্যর্থতা। এক্ষেত্রে যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবেলা করা আমাদের অধিকার।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে আসছে হুতিরা। এর অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব এল মান্দেব এবং এডেন উপসাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা।