ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

সপ্তাহে কতবার শ্যাম্পু করা চুলের জন্য ভালো?

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

সপ্তাহে কতবার শ্যাম্পু- চুলের যত্ন নিতে শ্যাম্পু আমরা সবাই করে থাকি, কিন্তু আপনাদের কি শ্যাম্পুর সঠিক ব্যবহার সম্পর্কে জানা আছে! না থাকলে জেনে নিন। সপ্তাহে কতবার শ্যাম্পু করা উচিত।

সপ্তাহে কতবার শ্যাম্পু করা চুলের জন্য ভালো? এই প্রশ্নের কোন স্পষ্ট উত্তর নেই। সাধারণত বলা হয় যে চুলে শ্যাম্পু কম করা ভালো। শ্যাম্পু বেশি করলে চুল শুষ্ক হয়ে যায় বেশি।

বিশেষজ্ঞদের মতামত যদি জানতে চান তাহলে নির্দিষ্ট কোন কারন নেই শ্যাম্পু কম বা বেশি করার। শ্যাম্পু করা অনেকটা নিজের ব্যাক্তিগত রুচির মধ্যেও পরে। কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত তা নিজের ওপর অনেকটা নির্ভর করে।

চুল অপরিছন্ন রাখাটা কোন সুস্থ মানুষের কাম্য নয়। তাই চুল ময়লা হয়ে গেলেই শ্যাম্পু করা উচিত।কিন্তু সাথে সাথে মাথায় রাখা ভালো চুলের যত্ন নিতে অধিক শ্যাম্পু করা উচিত নয়। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করা উচিত। তাছাড়া শ্যাম্পুর কোম্পানীর ওপর নির্ভর করে যে সপ্তাহে কতবার শ্যাম্পু করা উচিত।

চুলের ওপর শ্যাম্পুর প্রভাব

সবার প্রথমে জেনে নেওয়া যাক শ্যাম্পু করলে চুলের ওপর কি কি প্রভাব পরে। আমাদের মাথা থেকে একধরণের ন্যাচারাল অয়েল বের হয় যা চুলকে চিটচিটে করে দেয়। ফলে ধুলো বালি, ময়লা জমতে থাকে। শ্যাম্পু এই ময়লা দূর করে সহজে।

শ্যাম্পুতে থাকে আম্লাসিফায়ার। যা চুলের থেকে ময়লা, ধুলো বালি, ও চুলের ক্ষতিকারক সব পদার্থকে দূর করে দেয়। কিন্তু শ্যাম্পু বেশি করলে চুল শুষ্ক হয়ে যায়। ফলে চুল পরে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চুলের কথা মাথায় রেখে বলা যায় যে শ্যাম্পু প্রয়োজন অনুযায়ী করা ভালো। কারন অতিরিক্ত শ্যাম্পু চুলের ক্ষতি করতে পারে।

রোজ শ্যাম্পু করা যায় কি

রোজ শ্যাম্পু তাদের জন্য উচিত যারা বাইরে পলিউসানের মধ্যে সারাদিন থাকেন, বা যাদের চুলের ঘনত্ব অনেক কম। তাছাড়া যাদের মাথায় তেল জমে বেশি ঘাম থেকে, তাদের রোজ শ্যাম্পু করা চুলের জন্য ভালো। অন্যদিকে যাদের চুল শুষ্ক প্রকৃতির বা কোঁকড়ানো তাদের কম শ্যাম্পু করা উচিত। তাদের জন্য সবচেয়ে ভালো কন্ডিশানার শ্যাম্পুর মত ব্যবহার করা।

যদি চুলে স্টাইল করার হয় তাহলে শ্যাম্পু কম করা ভালো। চুলে শ্যাম্পু করা থাকলে চুল সেট করতে সমস্যা হয়। তাই যখন চুলে কোন স্টাইল এপ্লাই করার হয় চেষ্টা করবেন চুল যেন বেশি শুষ্ক না থাকে। তবে খেয়াল রাখার বিষয় হল স্টাইল করার সময় চুল যেন পরিষ্কার থাকে।

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু করুন

আপনার চুল যদি অয়লি হয় তাহলে সপ্তাহে ৩ থেকে ৪ দিন শ্যাম্পু করতে পারেন। বাইরে রোজ বেরতে হলে রোজ শ্যাম্পু করা ভালো। মাথায় জমে থাকা ওয়েল বের করে চুলকে মজবুজ ও সুন্দর করে তোলে।

শুষ্ক চুল হলে সপ্তাহে ২ বার শ্যাম্পু করা ভালো। না হলে চুল আরও অতিরিক্ত শুষ্ক হবার সম্ভাবনা থাকে। চুলের ঘনত্ব কম হলে সপ্তাহে একদিন অন্তর একদিন শ্যাম্পু করা উচিত।

কারন না হলে চুলে ময়লা জমে চুল পরে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। তাই শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখা জরুরী। যাদের চুলের ঘনত্ব বেশি তাদের রোজ শ্যাম্পু না করা উচিত। চুলের ঘনত্ব কমে যাওয়ার সম্ভাবনা থাকে।

শ্যাম্পু করার সময় যে বিষয়গুলি অবশ্যই মনে রাখবেন

চুলের ধরণের কথা মাথায় রেখে শ্যাম্পু নির্বাচন করা উচিত। অয়লি চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে তা শুষ্ক চুলের জন্য কখনওই ব্যবহার করা ঠিক নয়।

একই শ্যাম্পু অনেকদিন ধরে কন্টিনিউয়াস ব্যবহার করা সঠিক নয়। ব্র্যান্ড মাঝে মাঝে বদলে শ্যাম্পু ব্যবহার করা চুলের জন্য উপকারী।

শ্যাম্পু করার সময় মাথার ত্বকে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক না। চুলের গোড়া আলগা হয়ে যায়। ফলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই শ্যাম্পু করার সময় খেয়াল রাখা রাখবেন যে মাথায় আস্তে আস্তে যাতে শ্যাম্পুটা লাগানো হয়।একদম হালকা গরম জলে শ্যাম্পু করে চুল ধুলে চুল স্মুথ হয় বেশি। সাইন করতে থাকে।

চুলের যত্ন নেওয়া খুবই জরুরী। তবে মাথায় রাখবেন অনেক সময় শরীরের অন্যান্য সমস্যা থেকেও চুল পরে যাওয়া বা শুষ্ক হয়ে যাওয়া ও অন্যান্য অনেক সমস্যা দেখা দেয় চুলকে কেন্দ্র করে। তাই চুলের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চুলের যত্ন নেওয়া উচিত।

যে ৬টি উপকারে আসতে পারে ফিটকিরি

সাধারণত পানিকে পরিশোধিত করতে ফিটকিরি ব্যবহৃত হয়। কিন্তু এই ছোট্ট জিনিসটা আরও বিভিন্ন কাজে লাগে। ত্বকের সমস্যা থেকে শরীরে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে ফিটকিরি খুবই কাজের জিনিস। আসুন জেনে নেওয়া যাক, ফিটকিরির এমন বেশ কিছু ব্যবহার যা হয়তো আপনার অজানা!

১. মুখে ব্রণ হলে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এক চামচ মুলতানি মাটি, দু‘চামচ ডিমের সাদা অংশ ও এক চামচ ফিটকিরি গুঁড়া দিয়ে প্যাক বানান। প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ভাল করে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ মুখে মাখুন। দ্রুত উপকার মিলবে।

২. ফিটকিরি ডিওড্র্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। ফিটকিরির গুঁড়ার সঙ্গে গন্ধরস মেশান। গন্ধরস বা মস্তকি এক ধরনের গাছের আঠা বিশেষ। এই দুইয়ের মিশ্রণে তৈরি করে নিন নিজের ডিওড্র্যান্ট।

৩. দাঁতের ফাঁকে জমে থাকা ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় মুখে গন্ধে হয়। ফিটকিরি এই ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম। এক গ্লাস পানি ফোটান। তার মধ্যে এক চিমটে লবণ আর ফিটকিরির গুঁড়া মেশান।

মিশ্রণ ঠাণ্ডা হলে, তা দিয়ে কুলকুচি করুন। নিয়মিত ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে এভাবে কুলকুচি করতে পারলে মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার থেকে দ্রুত মুক্তি মিলবে।

৪. মুখের ভিতরে কোনও ঘা হলে, সেখানে ফিটকিরি লাগান। জ্বালা করতে পারে, কিন্তু মুখের ঘা তাড়াতাড়ি শুকোবে। তবে এই সময় মুখের লালা গিলে ফেলবেন না।

৫. মুখে, চেহারায় বয়সের ছাপ পড়ে যাচ্ছে? চিন্তা নেই। এক টুকরা ফিটকিরি পানিতে ভিজিয়ে তা মুখে ভাল করে ঘষুন। তার পরে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৬. শিশুদের মাথায় প্রায়ই উকুন ও উকুনের ডিম হয়। পানিতে ফিটকিরি গুঁড়া মিশিয়ে তার মধ্যে একটু চা গাছের তেল (টি ট্রি অয়েল) মেশান। এবার ১০ মিনিট ধরে মাথার ত্বকে (স্ক্যাল্পে) মাসাজ করুন। এর পরে শ্যাম্পু করে নিন। দ্রুত ফল মিলবে।