ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

গন্তব্য পেল পথহারা দু-বোন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮  

নোয়াখালীর বেগমগঞ্জের সংবাদকর্মী রিফাত মির্জার সহায়তায় গন্তব্য ফিরে পেয়েছে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে আসা পথ হারা দু’বোন। তার সহযোগিতা না পেলে অসহায় এ দু’বোনের জীবনে ঘোর অন্ধকার নেমে আসার সম্ভাবনা ছিলো। শুক্রবার দুপুরে পুলিশের মাধ্যমে তাদের খালার বাসায় পৌঁছে দেয়া হয়।

গৃহকর্মীর কাজের সন্ধানে সোনাপুর চরবসু থেকে বৃহস্পতিবার বিকেলে সাথি ও পলি দুই বোন তার এক খালার সঙ্গে মোবাইলে কথা বলে বাড়ি থেকে বের হয়। তারা চৌমুহনীতে এসে খালার দেয়া মোবাইল নাম্বার হারিয়ে ফেলে। ফলে বিপাকে পড়ে তারা। খালার বাসা চিনতে না পেরে রাস্তায় এদিক সেদিক ঘুরতে থাকে।

সন্ধ্যা গড়িয়ে হয়ে যায় রাত। রাত ১০টার দিকে তারা এক অটোরিকশা চালককে তাদের সমস্যার কথা জানালে সে চালক রাতে তার বাড়িতে থাকার কথা বলে তাদেরকে অটোতে তুলে তপাদার বাজার নামক স্থানে নিয়ে যায়। বিষয়টি গোপন সংবাদে সংবাদকর্মী রিফাত জানতে পেরে তিনি ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা থেকে দুই বোনকে নামিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কাজের সন্ধানে বাড়ি থেকে খালার বাসায় চৌমুহনীতে এসেছে বলে জানায়। তাদের খালার নাম সালমা। কিন্তু খালার বাসা কোথায় তারা সঠিক কোনো তথ্য দিতে পারছিল না। সংবাদকর্মী রিফাত বিভিন্ন জায়গায় ৩ ঘণ্টা যোগাযোগ করেও তাদের খালার সন্ধান বের করতে পারেননি।

এক পর্যায়ে তিনি বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লাকে ঘটনাটি অবহিত করলে তিনি টিএসআই জসিম উদ্দিন ও এ এসআই সালাউদ্দীনকে তপাদার বাজার পাঠিয়ে দু’বোনকে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ সাথি ও পলির খালার বাসার সন্ধান করে শুক্রবার দুুপুরে তাদেরকে চৌমুহনীতে খালা সালমার কাছে বুঝিয়ে দেয়।

সংবাদকর্মী রিফাতের এমন আন্তরিকতা ও উদারতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় সাথি ও পলির খালা ও পরিবারের সদস্যরা।

সাথি ও পলির খালা সালমা আক্তার বলেন, সাংবাদিকের কারণে আমাদের মেয়ে দুটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে। ওই সিএনজি চালকের বাড়িতে গেলে হয়তো তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত।

সংবাদকর্মী রিফাত মির্জা এক প্রতিক্রিয়ায় জানান, এটিই আমার দায়িত্ব ও কর্তব্য। একজন সংবাদকর্মী হিসেবে সমাজের অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। অসহায় ওই দু’বোনকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। কারণ আমি বিষয়টি হস্তক্ষেপ না করলে হয়তো তাদের সর্বনাশ হয়ে যেতো। বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আমরা মেয়ে দুটিকে তাদের আত্মীয়ের কাছে হস্তান্তার করেছি। সময় মতো ব্যবস্থা না নিলে হয়তো তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।