ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

সেই জাফরসহ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবার পেল অর্থ সহায়তা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

ঘূর্ণিঝড় রেমালে সব হারিয়ে নিঃস্ব নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দীর জাফরসহ ২০০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল অর্থ সহায়তা। 
গতকাল বিকেলে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নগদ ১২ লাখ ১৪ হাজার টাকা তুলে দেন ক্ষতিগ্রস্তদের হাতে। 

ঘূর্ণিঝড় রেমালে হাতিয়া উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিয়ে যায়। গৃহ হারিয়ে বহু পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। রেমালের ধ্বংসযজ্ঞ নিয়ে গত ২৮ মে ঢাকা পোস্টে ‘সব হারিয়ে নিঃস্ব চানন্দীর জাফর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জাফর হাতিয়া ইউনিয়নের চানন্দী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের থানারহাট এলাকার বাসিন্দা। 

গতকাল সেই জাফরসহ ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে পার্টিসেপেটারি রিসার্চ এন্ড একশন নেটওয়ার্ক ও একশন এইডের উদ্যোগে স্টার্ট বাংলাদেশের সহায়তায় নগদ ১২ লাখ ১৪ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

আব্দুল করিম জাফর ঢাকা পোস্টকে বলেন, ঘূর্ণিঝড়ের সময় আমি আশ্রয় কেন্দ্রে ছিলাম। ঘূর্ণিঝড় শেষে বাড়ি এসে দেখি আমার সব ঝড়ে উড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। তবে বর্তমানে আমার বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এমন অসংখ্য মানুষ আজ ভিটেমাটি হারা। আমরা সরকারের কাছে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা চাই। 

পার্টিসেপেটারি রিসার্চ এন্ড একশন নেটওয়ার্কের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ  বলেন, ঢাকা পোস্টে নিউজটা দেখে আমরা জাফরের বাড়িতে গিয়েছি। তাকে তালিকাভুক্ত করে আমরা নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছি। আজ আমরা ২০০ জনকে ৬ হাজার টাকা করে এবং ঘরে প্রতিবন্ধী আছে এমন ৭ জনকে দুই হাজার মোট ১২ লাখ ১৪ হাজার টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামীতেও এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সব মিলিয়ে ৭১৩টি পরিবারে ৪৪ লাখ টাকা বিতরণ করবো। 

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান  বলেন, ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে নিঝুমদ্বীপ ইউনিয়নসহ নিম্নাঞ্চল এবং চানন্দী ইউনিয়নের মানুষ ঘরবাড়ি হারিয়ে কষ্টে জীবনযাপন করছেন। আমরা সহায়তা অব্যাহত রাখছি। আজ মানুষের সাথে কথা বললাম ও নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলাম। ভাঙন রোধে চানন্দী ইউনিয়নের পাঁচ কিলোমিটার ব্লক বাধ হবে। সবার সহযোগিতায় আমরা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবো।

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহাদাত হোসেন, একশন এইডের প্রোগ্রাম অফিসার মো. হামিদুল ইসলাম, জিহান সোহানা নাবি, চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. আজহার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হম বাদল, নোয়াখালী প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও চানন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।