ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ জুলাই ২০২৪  

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার ইউছুফ প্রকাশ চোরা কালাসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, পাঁচটি কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।বুধবার বিকালে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সুধারাম থানায় সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার পূর্ব কল্যাণপুর এলাকার তছির আহম্মদের ছেলে ইউছুফ (৩৪), চট্টগ্রামের খুলশী এলাকার নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ বদ্দা (৩০) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এলাকার ভূইয়াপাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩২)।পুলিশ জানায়, নোয়াখালী জেলা শহর মাইজদীর কিরণ হোটেল সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে মঙ্গলবার গভীর রাতে কিরণ হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালায় সুধারাম মডেল থানা পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দলের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি শুটারগান ও পাঁচটি কার্তুজ জব্দ করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সঙ্গে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখে রাতে তারা ডাকাতি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।