ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

আ.লীগ নেতাকে গুলি করা সেই যুবক কারাগারে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪  

নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

এর আগে, সকালে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের আবুল খায়েরের বসতঘর সংলগ্ন পুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান, দুইটি স্টিলের পাইপের টুকরা ও দুইটি ছোরা জব্দ করা হয় ।

সাদ্দাম হোসেন বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ির আবুল খায়ের কালার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আওয়ামী লীগ নেতা আমির হামজাকে গুলিবর্ষণ করেন সাদ্দাম হোসেন। এতে করে আওয়ামী লীগ নেতা আমির হামজা গুরুতর আহত হন। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

এরপর ১১ জুলাই রাতে নরোত্তমপুর ইউনিয়নের একতা মার্কেট পাকা রাস্তার ওপর হারুনুর রশিদ বিপ্লব ও কামরুজ্জামান লিটন নামে আরও দুইজনকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করেন সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। 

মামলা দুইটি রুজু হওয়ার পর মামলার মূল রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযান পরিচালনা অব্যাহত রাখে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাদ্দাম হোসেন একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে এসব অস্ত্র নিজ হেফাজতে রেখেছে সাদ্দাম হোসেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে তার সহযোগীদেরও আইনের আওতায় আনব।