ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

আলোচনায় তারেকের ভিডিও কনফারেন্স

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার প্রক্রিয়ায় ভিডিও কনফারেন্সে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে রাজনীতিতে আলোচনা চলছে।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগ অভিযোগ তোলার পর দুই দলের মধ্যে চলছে বিতর্ক। নির্বাচন কমিশন বলেছে, তাদের ‘কী করার আছে’ তা আলোচনা করে দেখা হবে।আওয়ামী লীগ নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে, কীভাবে একজন  পলাতক আসামি দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেন? গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে দলটি।

আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি বলেছে, তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ বিএনপির দলীয় বিষয়।সম্প্রতি উচ্চ আদালত বিএনপির সংশোধিত গঠনতন্ত্র বিষয়ে এক মাসের মধ্যে নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। গঠনতন্ত্র সংশোধনীতে দণ্ডনীয়  ব্যক্তি দলের সদস্য থাকতে পারবেন না বলে যে ধারা ছিল তা বিলুপ্ত করে বিএনপি। এর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দণ্ডনীয় বলে তাদের দলীয় পদ থেকে বাদ দেওয়ার দাবি তোলে আওয়ামী লীগ।জানতে চাইলে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বিষয়টিকে স্বাভাবিক বলেই মনে করেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, কেউ কারও সঙ্গে ব্যক্তিগত কথা বললে কী তা আদালত অবমাননা হয়?গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র কেমন হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলার নেই। গঠনতন্ত্র সংশোধন করে দলগুলো নির্বাচন কমিশনকে অবহিত করবে। সেটি গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়টিও আইনে উল্লেখ নেই।আ.লীগের অভিযোগ : জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ফারুক খানের নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে অভিযোগ জানায়।নির্বাচন কমিশন সচিবের কাছে অভিযোগ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফারুক খান সাংবাদিকের বলেন, গত দুদিনে দেশের জনগণের মতো আওয়ামী লীগও লক্ষ্য করছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। একজন পলাতক,  আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন। এটি সুপ্রিমকোর্টের রায়ের সুস্পষ্ট লঙ্ঘন, এটি আদালত অবমাননার শামিল।

তিনি আরও বলেন, কিছুদিন আগে নির্বাচন কমিশন বলেছে, গঠনতন্ত্র পরিবর্তন করে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারেন না। এটি নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একজন দন্ডী , সাজাপ্রাপ্ত পলাতক আসামি দলীয় ফোরামে এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা, সেটা আমি জাতির কাছে বলব। জাতির কাছে এর বিচার চাইছি। আর এ বিষয়ে ইলেকশন কমিশনেরও দৃষ্টি আকর্ষণ করছি।

ইসির বক্তব্য : ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তারেক রহমানের বিষয়টি মনিটর করার মতো নিজস্ব কোনো ক্যাপাসিটি আমাদের নেই। যদি কেউ তথ্য-প্রমাণসহ আমাদের কাছে অভিযোগ করেন, তা হলে আইনের মধ্যে যদি কিছু থেকে থাকে, তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর আইনের মধ্যে যদি কিছু না থাকে, তা হলে আমরা কমিশনের সঙ্গে বসে কী করতে পারি, তা পর্যালোচনা করে দেখে তার পর সে ব্যাপারে সিদ্ধান্ত দেব।নির্বাচন কমিশনার বলেন, একজন দ-িত আসামি দেশে থাকলে তিনি হয় কারাগারে থাকবেন, অথবা পলাতক। কেউ কারাগারে থাকলে এ ধরনের কাজ করতে পারেন না। জেল থেকে জামিনে এসে করলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এ ক্ষেত্রটা একবারে ভিন্ন। আইনের মধ্যে কী আছে, সেটা দেখে আমরা ব্যবস্থা নেব। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।