ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ড. কামালের কাঁধে ভর বিএনপির-ওবায়দুল কাদের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

জাতীয় ঐক্য জোটের ৭ দফা অযৌক্তিক, অবাস্তব ও অসাংবিধানিক। এ ৭ দফা নতুন আরেক ষড়যন্ত্র। আগামী ১৫ দিন পরেই নির্বাচনের তফসিল, এর মধ্যে ৭ দফা মানার কোন যুক্তিযুক্ত ও বাস্তবতা নেই। জাতীয় ঐক্য জোট হলো একটা জগা খিচুড়ী। এটা জাতীয় ঐক্য নয়, ঐক্য জোট আসলে কি করবে সেটাই বলা মুষকিল। তারা আসলে নির্বাচন করবে, না নির্বাচন বানচাল করার জন্য এ জোট করেছে তা দেখার বিষয়। তেল আর পানি এক সাথে মিশে না, নানা দলের সংমিশ্রনে যে ঐক্য জোট তা ভাঙ্গন প্রবণ। ভাঙ্গন প্রবণ ঐক্যে শুরুতে দেখা গেল, জোটের দুই দলের দুই উইকেটের পতন হয়েছে। দুই উইকেটের পতনের পর বুঝা যাবে জোট থেকে আর কত উইকেট ঝরে যাবে। তা সামনের দিনগুলোতে আরও স্পষ্ট হবে। আপাতত আমরা সেদিকেই তাকিয়ে আছি। যে রাজনৈতিক দলীয় জোটের কাফেলা এগিয়ে যাচ্ছে এর পরিনতি দেখতে হলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

আমাদেরও ১৪ দলীয় মহাজোট আছে, জাতীয় পার্টি আমাদের সাথে আছে, তাদের সাথে আমাদের সমঝোতাও আছে, তারা জোটেও আছে। সামনে জোটের এবং রাজনৈতিক মেরুকরনের গতি প্রকৃতির ওপর নির্ভর করবে আমাদের ১৪ দল। আমাদের মহাজোটের এ সাইজের সঙ্গে আরও নতুন দল যুক্ত হবে। জাকের পার্টি আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে, আমাদের সাথে নির্বাচনী জোটে শামিল হচ্ছে। পরবর্তি ওয়ার্কিং কমিটির সভায় আলোচনা করবো, জোটের পরিধি বাড়বে কিনা, কিভাবে বাড়বে, কাদের নিয়ে বাড়বে, তা শেখ হাসিনার সভাপতিত্বে ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলেও অভাব নেই। নির্বাচন আসলে নানা রাজনৈতিক সমীকরণ হয়। দুইশতাধিক রাজনৈতিক দল এখন পর্যন্ত আছে। চারটির অধিক জোটের গন্ধ পাচ্ছি। এদের মধ্যে অনেক মেরুকরণ, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এ খেলা জাতীয় নির্বাচন আসলে চলে। এ খেলায় কখনও কখনও ভাঙ্গণের বাজনাও বাজে, সেটাও স্বাভাবিক। সামনের দিনগুলোতে আরও রাজনৈতিক মেরুকরণ হবে, আরও রাজনৈতিক সমীকরণ হবে। নতুন নতুন মাত্রা যুক্ত হবে। কখনও মেকিং এন্ড ব্রেকিং, কখনও আবার মেকিং হবে, আবার কখনও ব্রেকিংও হবে। এ অবস্থা নির্বাচন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেয়া পর্যন্ত এ খেলা চলতে থাকবে। নাটকও আরো জমে উঠবে। এগুলো স্বাভাবিক ঘটনা। সুস্থ্যভাবে এসব প্রতিযোগিতাকে স্বাগত জানায়। কারণ শত ফুল ফুটবে, এটাই তো গণতন্ত্র। সেদিক থেকে এসব জোটগত দলবদ্ধ হওয়া, বিভিন্ন জোটে শামিল হওয়া নিয়ে আমাদের কোন বিরুপ মন্তব্য নেই। কাজেই শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়ায় সমীকরণও জোটের সে জন্য সকলকে অপেক্ষা করতে হবে।

তিনি গতকাল বুধবার সকালে তাঁর নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে কেন্দ্রীয় পুজামন্ডপে শারদিয়া শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য সম্পাদক নাজমুল হক নাজিম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, পূজামন্ডপ কমিটির সভাপতি মিলন কান্তি মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছাওয়ার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন মুন্না, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজু প্রমূখ।

ওবায়দুল কাদের পূজামন্ডপে আগত পূজারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শত্রু নিরিহ মুসলমানেরা নয়, আপনাদের শত্রু সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শত্রু যে দলেরই হোক, যে রুপেই হোক এরাই হচ্ছে আপনাদের শত্রু এবং আমাদেরও শত্রু। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমাদের সকলের নির্ভরযোগ্য ঠিকানা জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসুন, আমরা সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলের অভিন্ন শত্রু সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি, পরাভূত করি। আগামী নির্বাচনে এ অপশক্তিকে পরাজিত করে শেখ হাসিনাকে নির্বাচিত করে সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখি।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিকৃত ছবি শেয়ার করায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় রওশন আরা রুমি নামের এক মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে আমি সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারি। এটা শেরপুরের পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়নি। তারা আমাকে এটা জানানো উচিত ছিল। এ পোষ্টটা যে করেছে তার অনুসন্ধান করা উচিত। পোষ্টটা শেয়ার করায় ওই নারীকে গ্রেফতার করে রিমান্ডে দেয়া আমি মনে করি এটা আইনের অপ-ব্যবহার। এ অপ-ব্যবহার যেন না হয় যে জন্য পুলিশের আইজি, শেরপুর জেলার পুলিশ সুপার ও স্থানীয় এমপিকে বলেছি। অনতিবিলম্বে ওই নারীকে জামিনের ব্যবস্থা করে মুক্তি দিতে বলেছি। সাথে সাথে রিমান্ডের বিষয়টি বন্ধ করার জন্য বলেছি।