ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিল গেটসের নতুন টয়লেট প্রযুক্তি, জেনে নিন কিভাবে কাজ করবে...

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮  

কীভাবে কাজ করবে- সম্প্রতি মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস নতুন এক ধরনের টয়লেট উন্মোচন করেছেন। এই টয়লেটে কোনও পানি ব্যবহার করতে হবে না। এতে থাকবে না কোনো পয়োবর্জ্য সংরক্ষণাগারও। কিন্তু কীভাবে কাজ করবে এই টয়লেট?

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রযুক্তির টয়লেটটি বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে মানব বর্জ্যকে স্বয়ংক্রিয়ভাবে সারে রূপান্তর করবে। এটা টয়লেটের ভেতরেই প্রক্রিয়াজাত হয়ে যাবে। কোন পাইপে করে কোথাও ফেলার ব্যবস্থা করতে হবে না।

অত্যাধুনিক টয়লেট প্রযুক্তি উম্মোচন অনুষ্ঠানে বিল গেটস বলেন, নতুন ধরণের টয়লেটে একটা রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। এর মাধ্যমে মানুষের মল থেকে বাজে গন্ধ এবং ক্ষতিকর প্যাথোজেনগুলো দূরীভূত হবে। বাকি থাকবে ছাইয়ের মতো একটা জিনিস। এটাই সার হিসেবে ব্যবহার করা যাবে।

অত্যাধুনিক টয়লেটের বেশ কয়েকটি ধরন রয়েছে। তবে সবগুলোই তরল এবং কঠিন বর্জ্যকে আলাদা করার মাধ্যমে কাজ করে। বর্তমান টয়লেটে বর্জ্য সরে যায় পানির মাধ্যমে এবং সেটা কোনও এক নর্দমায় বা সংরক্ষণাগারে জমা হয়। কিন্তু নতুন প্রযুক্তির টয়লেটে এ ধরনের কোনও সংরক্ষণাগার বা পাইপ নেই।

দীর্ঘদিন ধরেই নতুন প্রযুক্তির টয়লেট নিয়ে কাজ করছিল বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে গেটস জানান, অত্যাধুনিক টয়লেট বাজারে আসার জন্য প্রস্তুত। খুব শিগগিরই বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটা ছড়িয়ে পড়বে বলেও আশা করা হচ্ছে।