ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

মেহেদীর নৈপুণ্যে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮  

নেপালের আনফা কমপ্লেক্সে শনিবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

এটি টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। ২০১৫ সালে প্রথম শিরোপা জেতার সময় অবশ্য টুর্নামেন্টটি ছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সঙ্গে সঙ্গতি রাখার জন্য ২০১৭ সাল থেকে টুর্নামেন্টটি অনূর্ধ্ব-১৫ বয়সীদের নিয়ে হচ্ছে।

শিরোপার সঙ্গে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতাও (৪টি) হয়েছেন বাংলাদেশের নিহাদ।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমাকে তুলে নিয়ে সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে বাংলাদেশকে জেতানো মেহেদীকে নামান কোচ। পাকিস্তানের জুনাইদ আহমেদ, আদনান জুসতিন ও মুদাসসর নজরের শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। বাংলাদেশের হয়ে তিনটি গোল করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি ও রুস্তম ইসলাম দুখু মিয়া।

ম্যাচের একাদশ মিনিটে রাসেল আহমেদের এর বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে শেষ মুহূর্তে নিয়ন্ত্রণে হারিয়ে শট নিতে পারেননি নাজমুল আহমেদ শাকিল। পাঁচ মিনিট পর এই মিডফিল্ডারের বাঁ পায়ের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখা বাংলাদেশ এগিয়ে যায় ২৫তম মিনিটে। কর্নার বিপদমুক্ত করতে গিয়ে হেডে নিজেদের জালে বল জড়িয়ে দেন পাকিস্তানের হাসিব আহমেদ খান। 

৫৪তম মিনিটে বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও পাকিস্তানের মহিব উল্লাহর স্পট কিক আটকাতে পারেননি গোলরক্ষক মিতুল মারমা। ডি বক্সের মধ্যে হেলাল আহমেদ প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করলে পেনাল্টি বাঁশি বাজিয়েছিলেন রেফারি। এই গোলের পর বাংলাদেশের আক্রমণের ধার কিছুটা কমলেও গোল হজম করেনি দল। ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দেওয়ার পর নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেমি-ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছিল দল।