ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের সেরা অলরাউন্ডারদের একাদশে ঠাঁই পেলেন যারা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮  

দলের প্রয়োজনে ব্যাট হাতে রক্ষাকর্তা, আবার কখনও বল হাতে ম্যাচ ঘোরানো একটা ছোট্ট স্পেল। বলা হয়, যে কোনও দলের ভারসাম্য রক্ষা করেন এক জন ভাল অলরাউন্ডার। এক নজরে দেখে নেয়া যাক এই মুহূর্তে সেরা অলরাউন্ডারদের নিয়ে একাদশ তৈরি হলে তাতে কারা জায়গা পাবেন।

সাকিব আল হাসান: বর্তমানে চোটের কারণে দলের বাইরে। বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তিন ফরম্যাটেই সমান ভাবে অপরিহার্য। ১৯২টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। টেস্টে ও ওয়ানডে ব্যাটিং গড় ৩৫ উপরে, টি-টোয়েন্টিতে ২২। ঝুলিতে ৪২০টি উইকেট।

শোয়েব মালিক: ক্রিকেটে বলা যায় তার এখন পড়ন্ত অবস্থা। বর্তমানে এই অলাউন্ডারের বয়স ৩৬। তবুও দাবিয়ে খেলছেন বাইশ গজে। পাকিস্তানের দুর্দিনে এখনো যে উদীয়মান এক উত্তপ্ত সূর্য। অলরাউন্ডার পারফরম্যান্সে বহুবার পাকিস্তানকে জিতিয়েছেন। তিন ফরম্যাটেই তার ব্যাটিং গড় ত্রিশের উপরে। মোট উইকেট পেয়েছেন ২১৬।

বেন স্টোকস: এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। টি-টোয়েন্টি, একদিনের পাশাপাশি টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একদিনের ম্যাচ ব্যাটিং গড় ৩৬, টেস্টে ৩৩-এর উপরে এবং টি-টোয়েন্টিতে ১৫। উইকেট পেয়েছেন ১৭৩টি।

মোহাম্মদ হাফিজ: সীমিত ওভারের ম্যাচে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ৩৮ বছরের হাফিজ। এখনও পর্যন্ত খেলেছেন ২০৩টি একদিনের ম্যাচ। সেরা স্কোর ১৪০।ওয়ানডে ১৩৭টি উইকেট দখলে রয়েছে স্পিনার হাফিজের। টেস্টে ব্যাটিং গড় ৩৯-এর উপরে, উইকেট নিয়েছেন ৫৩টি। টি-টোয়েন্টিতে ব্যাটিং গড় ২৪, উইকেট শিকার করেছেন ৫৪টি।

রশিদ খান: বর্তমানে যাদের দিকে নজর সব থেকে বেশি, তাদের মধ্যে রশিদ খান অন্যতম। এই আফগান অলরাউন্ডাটি নিঃসন্দেহে বড় বিস্ময়। আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়েও রয়েছেন এক নম্বরে। এখনও পর্যন্ত ৫২টি একদিনের ম্যাচে সেরা স্কোর অপরাজিত ৬০। উইকেট পেয়েছেন ১১৮টি। টি-টোয়েন্টিতে ব্যাটিং গড় ১২-এর উপরে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত খেলেছেন ৩৬টি ম্যাচ উইকেট শিকার করেছেন ৬৪টি।

হার্দিক পাণ্ডিয়া: আন্তর্জাতিক স্তরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের নাম বললে হার্দিক পাণ্ডিয়ার কথা বলতেই হবে। টেস্টে এখনও তেমন ভাবে সফল নন। খেলেছেন ৪২টি একদিনের ম্যাচ। উইকেট পেয়েছেন চল্লিশটি। ব্যাটিং গড় তিরিশের কাছাকাছি। টি-টোয়েন্টিতে ব্যাটিং গড় ১৫ উপরে। উইকেট শিকার করেছেন ৩৩টি।

মিশেল স্ট্রাক: অস্ট্রেলিয়া ক্রিকেটে একদিনের ম্যাচে গুরুত্বপূর্ণ সদস্য। এখনও পর্যন্ত ৫৩টি একদিনের ম্যাচ খেলেছেন। গড় প্রায় ৩১। তিন ফরম্যাটে ৩৬৯টি উইকেট পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।

মঈন আলী: ইংল্যান্ডের বাঁহাতি এই ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ সময় দ্রুত উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। সেরা স্কোর ১২৮। দখল করেছেন ৭৮টি উইকেট।

ক্রিস ওকস: উনত্রিশ বছরের ইংল্যান্ডের ক্রিকেটারটি একদিনের ম্যাচে দলের বড় ভরসা। খেলেছেন ৮০টি ম্যাচ। সেরা স্কোর অপরাজিত ৯৫। ডানহাতি পেসারের দখলে রয়েছে ১১৩টি উইকেট।

জেসন হোল্ডার: ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন। সে ভাবে টি-২০ ম্যাচ না খেললেও, ৮৫টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। সেরা স্কোর অপরাজিত ৯৯। তার ঝুলিতে রয়েছে ১১২টি একদিনের ম্যাচের উইকেট। সেরা বোলিং ২৭ রানে পাঁচ উইকেট।

অ্যাঞ্জেলো ম্যাথুজ: শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ২০৩টি একদিনের ম্যাচ খেলেছেন। একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে তার। সেরা স্কোর অপরাজিত ১৩৯। তার দখলে রয়েছে ১১৪টি উইকেট। সেরা ২০ রানে ৬ উইকেট।