ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

চাঁদপুরে খেলাফত যুব মজলিশের বিক্ষোভ মিছিল

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ‘পাঠক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চাঁদপুরেও এ কর্মসূচি পালন করা হয়।

শহরের শপথচত্বর এলাকার বাইতুল আমিন জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে খেলাফত যুব মজলিশের পাশাপাশি খেলাফত মজলিশের শত শত নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

এসময় তারা পাঠক্রমে ইসলামী শিক্ষা সংকোচন, দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে শ্লোগান দেন। পাশাপাশি অবিলম্বে মাওলানা মামুনুল হকের মুক্তির দাবী তোলেন।

বিক্ষোভ মিছিলটি শহরের মুক্তিযোদ্ধা সড়ক হয়ে শহরের মিশন রোড মোড়ে গিয়ে দোয়া ও মানাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

এর আগে শপথচত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোজাম্মেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, নির্বাহী সদস্য হাফেজ রহমত উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুল করিম, দপ্তর সম্পাদক ক্বারি শাহাদাত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতীতে সাধারণ মানুষের জীবন আজ নাবিঃশ্বাস হয়ে উঠেছে। দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলোতে নীরব কান্না চলছে।

বক্তারা আরো বলেন, সরকার ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশে ইহুদি এবং অন্য ধর্মের মানুষদের খুশি করতে পাঠ্যক্রমে ইসলামকে সংকুচিত করেছে। বিবর্তনবাদসহ ইসলামী বিরোধী শিক্ষা আমাদের সন্তানদের জোর করে শেখানোর পায়তারা করছে। শুধু তাই নয়, সরকার মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ আলেম-ওলামাদের মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আলেম-ওলামারা শান্তিপ্রিয়।

তাই শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সরকারের কাছে দাবী করছি, মাওলানা মামুনুল হকসহ সকল আলেম-ওলামাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তা না হলে আমরা অবিলম্বে কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।