ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

লাকসাম-আখাউড়া রেল ডাবললাইন প্রকল্প উদ্বোধন হচ্ছে আরো ১৬ কিলোমিটার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

ঢাকা-চট্টগ্রাম রেলরুটে কুমিল্লা থেকে আখাউড়া পর্যন্ত ডাবল লাইন নির্মানের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। নতুন নির্মিত কসবা স্টেশন থেকে  মন্দবাগ স্টেশনে ৮ কিলোমিটার এবং শশীদল থেকে রাজাপুর স্টেশন পর্যন্ত আরো ৮ কিলোমিটার, মোট ১৬ কিলোমিটার রেল ডাবল লাইন আগামী ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই পথ উদ্বোধন হলে পুরো প্রকল্পের ৪১ কিলোমিটারের মধ্যে পুরোদমে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে।
কুমিল্লা রেলওয়ের উর্দ্ধতন উপ সহকারী প্রকৌশলী(পথ) লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম-আখাউড়া ডাবল লাইন প্রকল্পের আওতায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে কুমিল্লা থেকে লাকসাম ২৬ কিলোমিটারের মধ্যে ট্রেন চলাচল করছে। আগামী ৩১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মন্দবাগ এবং শশীদল থেকে রাজাপুর মোট ১৬ কিলোমিটার রেলপথ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। কসবা, মন্দবাগ, রাজাপুর এবং শশীদল নতুন স্টেশনও উদ্বোধন করা হবে।
তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার শশীদলে ডাবল লাইন নির্মানের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো সারিয়ে ফেলার দ্রুত চেষ্টা চলছে।
এদিকে ভারতের সাথে সীমান্ত জটিলতা নিয়ে কসবা এবং সালদানদী এলাকায় ধীরগতিতে চলছে ডাবললাইন নির্মানের কাজ। প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার আরো জানান, যে গতিতে কাজ চলছে সব মিলিয়ে ২০২৩ সালের জুনের মধ্যে ডাবললাইনের নির্মান কাজ শেষ হয়ে যাবে। সীমান্ত জটিলতা দ্রুত কাটলে আরো কম সময়ের মধ্যে এই রুটে শতভাগ ডাবললাইনে ট্রেন চলবে।       
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কুমিল্লা লাকসামের মধ্যে ৭২ কিলোমিটার নতুন ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ শেষ হলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রেলপথটি ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরিত হবে। এরই মধ্যে গত বছরের ২৪ সেপ্টেম্বর আখাউড়া থেকে লাকসাম নতুন রেলপথের লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত ২৫ কিলোমিটার অংশ ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই ২৫ কিলোমিটার পথে ট্রেন চলাচল করছে।
জানা গেছে, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এরপর কাজ শুরু হয় ২০১৬ সালের নভেম্বরে।
২০২০ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু এ সময়ের মধ্যেও তা সম্ভব না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও দুই দফায় এক বছর করে বাড়ানো হয়। মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত করা হলেও কাজ শেষ হয়নি। বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।