ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

রামগঞ্জে আদালতে মামলা করে বিপাকে আলী আকবর

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ জুন ২০২৪  

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী-সন্তানের ওপর হামলার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন হতদরিদ্র অটোরিকশাচালক আলী আকবরের পরিবার। মামলার জেরে অভিযুক্তরা নানাভাবে বাদীকে হুমকি-ধমকি দিচ্ছেন এবং ঘরের চারদিক দিয়ে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন। ঘটনাটি স্থানীয় মেম্বার সিরাজুল ইসলাম ও চেয়ারম্যান আমির হোসেনকে বারবার জানালে তারা কেউ কোনো কর্ণপাত করেননি। বুধবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়িতে গেলে ভুক্তভোগীর পরিবার সাংবাদিকদের কাছে  ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীরামপুর বরকন্দাজ বাড়ির দুলাল মিয়ার ছেলে মোরশেদ আলম,  দেলোয়ার হোসেনের ছেলে ফরিদ উদ্দিন, রাজন হোসেন, রহিম উদ্দিনের  ছেলে দুলাল মিয়া, দেলোয়ার  হোসেনসহ সংবদ্ধভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মামলার বাদী আলী আকবরের স্ত্রী মোনোয়ারা বেগম ও  ছেলে আকরামের অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে, এতে আমার পরিবারের সবাই আহত হই। এ ঘটনায় গত (২৮শে জানুয়ারি) লক্ষ্মীপুরে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি, মামলা নং জিআর (২৬) এরপর দুইজন আসামি গ্রেপ্তার হলে ও জামিনে বের হয়ে আসামিরা তার পরিবারের উপর অতর্কিত হামলা করেন। আলী আকবর জানান, আমার ছেলে আকরামকে শ্রীরামপুর কারি বাজার  থেকে সন্ধ্যায় মোরশেদ ও তার বাবা  দেলোয়ার হোসেনসহ ভাড়াটিয়া  লোকজন দিয়ে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী আল আমিন বাজারে। সেখানে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করে। পরে আশপাশের  লোকজন আকরামকে উদ্ধার করেন। পরে স্থানীয় মেম্বার সিরাজ ও আওয়ামী লীগ নেতা রিপন ভূঁইয়া এসে তাকে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমি প্রশাসনের কাছে আমার পরিবারের সকলের নিরাপত্তা এবং এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চাই।
অভিযুক্ত দুলাল এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, তিন মাস আগে মেম্বারসহ জায়গা মাপা হয়েছে তাদের আদালতে মামলা দায়েরের অভিযোগ মিথ্যে। আমরা হামলা করতে চাইনি। আকবরের উস্কানিমূলক কথাবার্তার জন্য হাতাহাতি হয়েছে।