ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছেন ১৮ প্রার্থী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ উপজেলায় ১৮ জন প্রার্থী জামানত হারিয়েছেন। যা জেলার নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এ ঘটনায় জেলাজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি, নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সঙ্গে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না।

ফেনীর ছাগলনাইয়াতে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৫৪ হাজার ৯ শত ২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল্লাহ মজুমদার পেয়েছেন এক হাজার ৩ শত ৪৯ ভোট, হারিয়েছেন তাঁর জামানত।

উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, যারা প্রতিদ্বন্দ্বী ছিল, একজন তো ঢাকায় থাকতেন এলাকার সঙ্গে যোগাযোগ ছিল না। দীর্ঘদিন পর হঠাৎ করে আসার কারণে তিনি ভোট পাননি। আরেকজন যিনি আছেন উনি কেন পাননি আমি জানি না।

ফেনীর পাঁচ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হরিয়েছেন ৩০ প্রার্থীর ১৮ জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুল হক মানিক বলেন, ‘ভোট কমবেশ হতে পারে কিন্তু জামানত বাজেয়াপ্ত হবার মত পরিস্থিতি আমার ছিল না।’

সচেতন মহলের দাবি, মানুষের নির্বাচনে আগ্রহ ছিল কম। এ ছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ, ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি।

ফেনী জেলার সুজন সদস্য মেজবাহ উদ্দিন বলেন, ‘মানুষের মধ্যে নির্বাচনকেন্দ্রীক কোনো চিন্তা, চেতনা, উৎসাহ নাই। আর আসলে জামানত হারানোর প্রশ্নই আসে না, যদি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হতো।’

জেলার পাঁচটি উপজেলায় ভোট দিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৩শ ৮০ ভোটার।