ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ জুন ২০২৪  

ফেনীর সোনাগাজীতে একটি পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি। উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের উত্তর পালগিরি গ্রামের লুতু কাজি বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছ চাষি ইফতেখার উদ্দিন জুয়েল ওই বাড়ির মো. মহিউদ্দিন বেলালের ছেলে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার (২২ জুন) ভোর ৫টার দিকে গিয়ে পুকুরের সব মাছ মরে পানিতে ভাসা অবস্থায় দেখতে পান তিনি। এরপর বিষয়টি রেনেটা লিমিটেড কোম্পানির মৎস্য বিভাগের ডাক্তারকে জানালে তিনি মাছের ধরন, পুকুরের পানি দেখে মাছে পানিতে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারনা করছেন।

ইফতেখার উদ্দিন জুয়েল জানান, ৪ মাস আগে লিজ নিয়ে ৪০ শতকের এই পুকুরে মাছ চাষ করে আসছি। এই পুকুরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙাস মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছি। আমার ধারণা অজ্ঞাত দুর্বৃত্তরা কেউ শত্রুতা করে পুকুরে বিষ বা কীটনাশক জাতীয় কোনো পদার্থ মিশিয়ে দিয়েছে। তা না হলে হঠাৎ করে সব মাছ মরে যাওয়ার কথা না। যে মাছগুলো মারা গেছে সেগুলো বিক্রি উপযোগী ছিল। মাছের ওজন প্রায় ৭৫০-৯০০ গ্রাম। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জুয়েল আরো জানান, পুকুর পাড়ের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রাত ৩টা ১৬মিনিটের দিকে পুকুরের দক্ষিণ পশ্চিম পাশে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অজ্ঞাত লোকটির ছবি অস্পষ্ট থাকায় শনাক্ত করা যায়নি। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। এই পুকুরের পাশাপাশি আরো কয়েকটি পুকুরে মাছ চাষ করে এবং মুরগির খামার করে আমি জীবিকা নির্বাহ করি। আমি ভয় পাচ্ছি পুকুরের পাড়ে এবং পার্শ্ববর্তী জায়গায় আমার ৮ হাজার লেয়ার মুরগির ৪টি খামার রয়েছে। ভবিষ্যতে দুর্বৃত্তরা আমার মুরগির খামারে কোনো ক্ষতি করে কিনা সে বিষয়ে চিন্তায় আছি। এ বিষয়ে মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলে এরপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দেব।

প্রতিবেশী কুশা কাজি বাড়ির মৃত অলি আহম্মদের ছেলে বেলাল হোসেন মাসুম বলেন, জুয়েল ভাই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে যাচ্ছেন। কে বা কারা রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু জানান, জুয়েল ফোন করে জানালেন তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা মাছ মেরে ফেলেছে। বিষয়টি খুবই দুঃখজনক। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।