ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

ডাক্তারের অবহেলায় পা হারালো দশম শ্রেণির শিক্ষার্থী আফতাব

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুলাই ২০২৪  

আফতাব উদ্দিন আহমেদ, বয়স মাত্র (১৫)। এ বয়সে দশটা কিশোরের মতো পড়াশোনা করে (স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্র) বড় হয়ে ‘কী হতে চাই’ স্বপ্নে বিভোর হওয়ার কথা। কিন্তু, নিজের ডান পা খুইয়ে এখন সে বাড়িতে ও হাসপাতালের বিছানায় থাকতে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে- নিজের দোষে নয়, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডাক্তারের অবহেলায় আফতাবের ডান পাটি হাটু থেকে কেটে ফেলতে হয়েছে। 

সম্প্রতি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপুর গ্রামের নুরমিয়া কয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে বিচার না পাওয়ায় উচ্চ আদালতে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী আফতাবের অভিভাবক।

রায়পুরের সোনাপুর গ্রামের অসহায় (আফতাবের মা) দিনমজুর স্বামীসহ দুই ছেলে নিয়ে অভাব-অনটনের সংসার কোনোমতে চলছিল। আফতাব বর্তমানে সোনাপুর গ্রামের পাটোয়ারী রাস্তার মাথা নামক এলাকার রেয়ার মডেল মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

রায়পুরে নীজ বাড়িতে চিকিৎসাধীন আফতাব জানায়, গত ১৭ মার্চ দুপুরে নিজেদের ঘরের পাশের পুকুরে কলাগাছ কাটার সময় হাত ফসকে আঘাত লাগে ডান পায়ের হাটুতে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে দ্রুত রায়পুর হাসপাতাল পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের অর্থপেডিকস ডাক্তার সাইফুল ইসলাম শরীফের কাছে চিকিৎসা যাই। তিনি এক্সরে বা কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে এবং ভর্তি না করেই আফতাবের ভেঙে যাওয়া পায়ের অংশ শক্ত করে বেঁধে প্লাস্টার করে বাড়িতে পাঠিয়ে দেন। গত ১৯ মার্চ আফতাবের অবস্থা খারাপ হলে আবার হাসপাতাল নিয়ে আসলে পুঁজ হয়েছে বলে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠিয়ে দেয়। আস্তে আস্তে হাঁটতে বলেন। পায়ের অবস্থা আরও খারাপ হওয়ায় ২১ মার্চ আবারও হাসপাতালে ডাক্তারের শরনাপন্ন হই। কিন্ত, ডাক্তার নার্স দিয়ে পা প্লাস্টার করে দেয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ২৩ মার্চ আবারও ডাক্তারের কাছে গেলে দ্রুত ঢাকায় নিয়ে যেতে বলেন। এরপর আফতাব গুরুতর অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল ও হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান হাটু থেকে কেটে ফেলেন।

এ বিষয়ে ঢাকার শ্যামলী সেবিকা জেনারেল হাসপাতালের অর্থপেডিকস ডাক্তার ফরিদ আহাম্মদ বলেন, ‘যখন আফতাবকে হাসপাতালে আনা হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার পায়ের ভাঙা অংশে গ্যাংগ্রিন হয়ে যায়। ফলে পা কেটে ফেলা ছাড়া অন্য উপায় ছিল না। পা রেখে দিলে কিডনি বিকল হয়ে আফতাবের মৃত্যুও ঘটতে পারত।

আফতাবের মা হোসনেয়ারা বেগম অভিযোগ করেন, ‘পা ভেঙে যাওয়া খুবই সাধারণ দুর্ঘটনা। সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হলে কিছুতেই আমার ছেলের পা কাটতে হতো না। সদর হাসপাতালের ডাক্তারের অবহেলার কারণে আমার ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল।’

তিনি আরো অভিযোগ করেন, ‘ছেলের এ ঘটনায় ডাক্তার শরীফের বিচার চেয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জনসহ এসপি, ডিসির কাছে লিখিত অভিযোগ করেছিলাম। সিভিল সার্জন সদর হাসপাতালের আরএমও ডাক্তার অরুপ পাল, হাড় বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ ও রায়পুর সরকারি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা বাহারুল আলমকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয় এবং সাত দিনের মধ্যে তদন্ত রিপোট দিতে নির্দেশনা দেয়া হয় কমিটিকে। কিন্তু, তদন্ত কমিটি তা না করে দুই মাস পর অভিযুক্ত ডাক্তার শরীফের পক্ষেই তদন্ত রিপোর্ট দেন। আমি এ অবহেলার সঙ্গে জড়িতদের শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডাক্তার সাইফুল ইসলাম শরীফ হোসেন বলেন, ‘আমি একজন সরকারি অর্থপেডিক্স ডাক্তার। আফতাবের পা ভেঙে গেলে আমি সাধ্যমত চিকিৎসা করি। আমার কোনো অবহেলা ছিলনা।

এ বিষয়ে তদন্ত দলের প্রধান রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, বিভিন্ন কারনে তদন্ত রিপোর্ট সঠিক সময় দেওয়া সম্ভব হয়নি। 

লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির বলেন, রায়পুরের দুর্ঘটনার শিকার শিক্ষার্থী আফতাবের মা হোসনেয়ারা বেগম সদর হাসপাতালের সার্জারি চিকিৎসক সাইফুল ইসলাম শরীফসহ দুইজনের বিরুদ্ধে গত ৩ এপ্রিল লিখিত অভিযোগ করেছেন। ডাক্তারের অবহেলা ছিলোনা বলে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছেন। আফতাবের পরিবার অসন্তোষ থাকলে অধিকতর তদন্ত করা হবে।