ব্রেকিং:
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা পুলিশের নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার ইঙ্গিত যুক্তরাজ্যের জাতীয় সংসদ বিলুপ্ত দেশজুড়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপিদের বাড়িতে হামলা-ভাঙচুর দেশজুড়ে যেসব কার্যালয়-স্থাপনায় হামলা-ভাঙচুর-আগুন ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয় এই দিনে প্রতিটি হত্যার বিচার হবে, একটু সময় দিন: সেনাপ্রধান ১১টার মধ্যে শহীদ মিনারে জড়ো হতে বললেন আসিফ মাহমুদ জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা আজ থেকে তিন দিনের সাধারণ ছুটি শুরু শহীদ মিনারে স্লোগান দিচ্ছেন রিকশাচালকেরাও শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা, গাড়িতে আগুন গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক বসছে আজ আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী নোয়াখালীতে বাস চাপায় একই পরিবারের তিনজন নিহত মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ, সঙ্গে টেলিগ্রামও জামায়াত-শিবির নিষিদ্ধের গেজেট প্রকাশ পুরো আগস্ট কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের
  • রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

২১ বছরেও হয়নি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ জুলাই ২০২৪  

চাঁদপুরে অর্ধ শতাধিক সাংস্কৃতিক সংগঠনের অস্তিত্ব থাকলেও গেলো ২১ বছরেও জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন হয়নি। এডহক কমিটি দিয়ে কার্যক্রম চলছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলার কারণে সাংস্কৃতিক সংগঠনগুলোও চাঙ্গা হচ্ছে না বলে দাবি সাংস্কৃতি কর্মীদের।

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে সাংস্কৃতিক নেতৃবৃন্দরা স্মারকলিপি দিয়েছেন।

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ বলেন, নির্বাচন না হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে চলছে নীরব অস্থিরতা। একনায়কতন্ত্র ও আমলাতন্ত্রের কারণে এখানে কোনো প্রকার জবাবদিহিতা নেই। তাই অতীব জরুরি ভিত্তিতে এই নির্বাচন হওয়ার দাবি জানাচ্ছি। 

এদিকে স্মারকলিপির দাবিতে উল্লেখ করা হয়, চাঁদপুরে অন্তত ৫০টির অধিক সাংস্কৃতিক সংগঠনের অস্তিত্ব রয়েছে। গঠনতন্ত্র মোতাবেক ৩ বছর অন্তর অন্তর নির্বাচনের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমীর একটি প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করতে হয়। এতে করে সাংস্কৃতিক কাজকে সচল রাখা প্রধান কর্তব্য হলেও চাঁদপুরে তা করা হচ্ছে না। এছাড়াও কৃষ্টি-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে সাংস্কৃতিক চর্চা ব্যাহত হচ্ছে। পাশাপাশি জাতীয় দিবসগুলো পালন করার ক্ষেত্রে সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে সমন্বয় করা এবং উৎসাহ প্রদান করার প্রয়োজনীয়তা থাকলেও তা করা হচ্ছে না। কাজেই জেলা শিল্পকলা একাডেমীর স্কুলের তদারকি, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা তৈরি করে সুন্দরভাবে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এডহক কমিটি ভেঙে দিয়ে জেলার হাজারো সংস্কৃতিসেবী তথা কর্মীদের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করার উদ্যোগ নিতে আহ্বান জানানো হচ্ছে। 

এ বিষয়ে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী বলেন, সর্বশেষ ২০০৩ সালের অক্টোবর মাসে জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচন হয়েছিলো। পরবর্তীতে ৫ সদস্যের একটি এডহক কমিটি হয়। যেটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক হচ্ছেন আহ্বায়ক, জেলা কালচারাল কর্মকর্তা হচ্ছেন সদস্য সচিব এবং সদস্যগণ হচ্ছেন শহিদ পাটোয়ারী, বদিউজ্জামান কিরণ এবং রূপালি চম্পক। আমরা এই এডহক কমিটি ভেঙে নির্বাচনের দাবিতে জেলার ৩৬টি সংগঠনের নেতৃবৃন্দ এক হয়ে নির্বাচনের উদ্যোগ নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। 

এ সময় জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।